আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ফারাহ প্রদেশের তিনটি চেকপোস্টে তালেবানের হামলায় কমপক্ষে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ রবিবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন,হামলার প্রতি আক্রমণে ৮ জঙ্গি নিহত ও ৫ জঙ্গি আহত হয়েছে। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে কুন্দুজে বোমা হামলার আগেই বিস্ফোরিত হওয়ায় ৭ জঙ্গি নিহত হয়েছে। আফগান সেনাবাহিনীর যাতায়াতের পথে বোমা পুততে গেলে বোমাটি বিস্ফোরিত হয়ে জঙ্গিরা নিহত হয়।
২০১৪ সালে ন্যাটো সেনাবাহিনী চলে যাওয়ার পরে তালেবানকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে আফগান সেনাবাহিনীকে। ২০১৬ সালে ৬ হাজার ৮শ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে, ২০১৫ সালের চেয়ে যা ৩৫ শতাংশ বেশি। ২০১৭ সালে এই হামলার মাত্রা আরো বেশি বৃদ্ধি পেয়েছে যাকে মার্কিন গবেষণা সংস্থা ‘অনেক বেশি’ বলে অভিহিত করেছে।