News71.com
 International
 18 Nov 17, 03:42 AM
 157           
 0
 18 Nov 17, 03:42 AM

সাড়ে ৬শ’ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট হাউসের শীর্ষ পদে নারী

সাড়ে ৬শ’ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট হাউসের শীর্ষ পদে নারী


আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সাড়ে ৬শ’ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাউস অব লর্ডস-এর নতুন ব্ল্যাক রড হিসেবে গতকাল শুক্রবার সারাহ ক্লার্কের নিয়োগ অনুমোদন করেছেন। ১৩৬১ সালে সৃষ্টির পর থেকে এ পদে ৬০ জন দায়িত্ব পালন করেন। এদের সকলেই পুরুষ ছিলেন। ক্লার্ক আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ব্ল্যাক রড ডেভিড লিকির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এ বছরের শেষে তিনি এ পদ ছাড়ছেন।ব্ল্যাক রড হিসেবে ক্লার্কের অন্যতম দায়িত্ব হবে রাণীর পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হাউস অব কমন্স থেকে আইনপ্রনেতাদের হাউস অব লর্ডস-এ ডাকা।ক্লার্ক বর্তমানে বার্ষিক উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ সংস্থার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চারটি অলিম্পিক গেমস, লন্ডন ম্যারাথন ও ইউকে স্পর্টস’র দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন