News71.com
 International
 18 Nov 17, 01:07 AM
 167           
 0
 18 Nov 17, 01:07 AM

ইরাকের সর্বশেষ শহর রাওয়া নগরী থেকে আইএস বিতাড়িত।

ইরাকের সর্বশেষ শহর রাওয়া নগরী থেকে আইএস বিতাড়িত।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক ও সিরিয়াসহ বিশ্বের নানা দেশে এখন ক্রমাগত ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা অব্যাহত রয়েছে। আর এ হামলায় টিকতে না পেরে ক্রমাগত ভূখণ্ড ও সেনাঘাঁটি হারাচ্ছে একদা বিশ্বের সবচেয়ে ধনী ও সংগঠিত সন্ত্রাসী সংগঠনটি।সম্প্রতি ইরাকে জঙ্গি সংগঠন সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত রাওয়া নগরী দখলে নিয়েছে ইরাকের সরকারি বাহিনী। গতকাল এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় ইরাকে মোতায়েন যৌথ বাহিনী।এই দুই ঘাঁটি থেকে উৎখাত হলে আইএস জঙ্গিদের হাতে আর কোনো ভুমি থাকবে নাআইএসের হাতে থাকা ইরাকি সর্বশেষ শহরটি হাতছাড়া হয়ে গেলেও এখনও বিচ্ছিন্নভাবে আইএসের অবস্থান রয়েছে ইরাকে।


ইরাকের জয়েন্ট কমান্ড অপারেশনের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারআল্লাহ এক বিবৃতির মাধ্যমে বলে, সেনাবাহিনী রাওয়া নগরী নিজেদের দখলে নিয়েছে। তারা এলাকাটির বিভিন্ন ভবনের ওপর ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছে।আইএস অবস্থানে ফের রাশিয়ান দূরপাল্লার জঙ্গিবিমানের হানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন