আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার দৃষ্টি আবারও আফগানিস্তানের দিকে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আফগান নীতির আওতায় এসব সেনা মোতায়েন করা হলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।পেন্টাগন এর আগে জানিয়েছিল,আফগানিস্তানে তাদের ১১ হাজার সেনা মোতায়েন করা রয়েছে। নতুন করে তিন হাজার সেনা মোতায়েনের ফলে আফগানিস্তানে মর্কিন সেনা সংখ্যা বেড়ে ১৪ হাজার হলো।
নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ১৬ বছরের আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। কিন্তু পরে তিনি জানান, হোয়াইট হাউজে আসার পর তার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে দেখা গেছে, গত অক্টোবরে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ২৯টিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আটটি আত্মঘাতী হামলা, ৮১টি মুখোমুখি সংঘর্ষ, ২০টি বিমান হামলা, ৪১টি উদ্দেশ্যমূলক হামলা এবং ১৯টি বোমা বিস্ফোরণ ঘটে।সেই সূত্রের রেশ ধরে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে আফগানিস্তানে ।