আন্তর্জাতিক ডেস্কঃ আফগনিস্তান বিশ্বের সবচেয়ে বড়ো আফিম উৎপাদনকারী দেশ, হেরোইন তৈরিতে যা প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আফগানিস্তানে আফিমের চাষ অপরাধ হিসেবে বিবেচিত। যেসব এলাকা তালেবান জঙ্গি বাহিনীর নিয়ন্ত্রণে সেখানে তারা আফিম চাষ করে এবং এর মাধ্যমে তারা প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। হিসাবমতে জঙ্গিদের মোট অর্থের শতকরা ৬০ ভাগই আসে এই মাদকের ব্যবসা থেকে । এই অর্থ মাফিয়াদের হাত ঘুরে পৌছে যায় অপরাধ চক্রের হাতে। আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রন করতে হলে জঙ্গি গোষ্ঠী যে আয়ের উৎসের উপর নির্ভর করে, যেগুলি বন্ধ করা খুবই জরুরি ৷