আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়েতে তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকা রবার্ট মুগাবের পদত্যাগ চেয়ে বক্তব্য দিলেও সেনাশাসন দেখতে চান না বলে জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মরগান সভাঙ্গিরাই।দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে যাওয়ার দ্বিতীয় দিন আজ এক সংবাদ সম্মেলনে সভাঙ্গিরাই এই অবস্থানের কথা জানান।
বিরোধী দলের এ নেতা বলেন, জনগণের স্বার্থে মুগাবেকে এখনই পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।নিজেকে গণতন্ত্রপন্থী বলে দাবি করে সভাঙ্গিরাই বলেন, অসাংবিধানিক উপায়ে ক্ষমতার দখল তিনি কোনোভাবেই সমর্থন করেন না। জিম্বাবুয়ের বর্তমান সংকট কাটাতে হলে সবাইকে নিয়ে সংবিধান অনুযায়ী শাসনক্ষমতা চালাতে হবে। সভাঙ্গিরাই আরো বলেন, দেশে অভ্যুত্থান হলেও সেনাবাহিনী সরকার চালাচ্ছে না। জিম্বাবুয়েতে বর্তমানে একটি বৈধ প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আর জনগণের ভোটের মাধ্যোমেই সেটা প্রতিষ্ঠা করতে হবে।gir