আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার প্রধান বিরোধী দলের ওপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নিতে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার দেশটির প্রতি আহবান জানিয়েছে। উচ্চ আদালত দলটি বিলুপ্ত ঘোষণা করে এ দলের শতাধিক রাজনৈতিক নেতাকে নিষিদ্ধ করার পর ওয়াশিংটন এ আহবান জানালো।হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) বিরুদ্ধে সাম্প্রতিক নেয়া পদক্ষেপ তুলে নিতে আমরা কম্বোডিয়া সরকারের প্রতি আহবান জানাচ্ছি।বিবৃতিতে বলা হয়, এটি না করা হলে দেশটির আগামী বছরের জাতীয় নির্বাচন বৈধ, অবাধ ও নিরপেক্ষ হবে না।
উল্লেখ্য, সম্প্রতি কম্বোডিয়ার সুর্প্রীম কোর্ট দেশটির প্রধান বিরোধি দল সিএনআরপিকে বিলুপ্ত করেছে। সরকার উৎখাতের ষডযন্ত্রে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দেয়।এদিকে বিরোধী দল শুরু থেকেই অভিযোগ করে আসছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।তারা দাবি করছে, দেশের প্রধান বিচারপতি দিথ মুন্টি ক্ষমতাসীন সিপিপির স্থায়ী কমিটির সদস্য। প্রধানমন্ত্রী হুন সেনের অত্যন্ত ঘনিস্ট দিথ মুন্টি বিরোধী দলকে বিলুপ্ত ঘোষণার রায় দেন।