আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএসের গোপন সমঝোতা রয়েছে। আইএসকে মার্কিন সরকার আফগানিস্তানে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে।চাঞ্চল্যকর অভিযোগ আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের।তিনি বলেন, আমার মতে আমেরিকার পূর্ণ উপস্থিতি, নজরদারি, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতায় আইএসের উত্থান ঘটেছে।কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, গত দু বছর ধরে আফগানিস্তানের লোকজন এই সমস্যায় ভুগছে। এবং এর বিরুদ্ধে কথা বলছে কিন্তু এ বিষয়ে কিছুই করা হয় নি। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএসের দোহাই দিয়ে আফগানিস্তানে চলতি বছরের এপ্রিল মাসে ব্যাপক বোমা ফেলেন।হামিদ কারজাই বলেন, আগামী দিনগুলোতে আইএস আফগানিস্তানের আরো এলাকা দখল করবে।