News71.com
 International
 15 Nov 17, 12:38 PM
 129           
 0
 15 Nov 17, 12:38 PM

গুজরাত বিধানসভা নির্বাচনে বেকায়দায় বিজেপি ।। চাপের মুখে সর্বত্রই মোদীকে চায় দল

গুজরাত বিধানসভা নির্বাচনে বেকায়দায় বিজেপি ।। চাপের মুখে সর্বত্রই মোদীকে চায় দল

আন্তর্জাতিক ডেস্কঃ মোদীর তালুকখ্যাত গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে অনেকটাই বেকায়দায় ভারতের শাসক দল বিজেপি । ইন্দিরা গান্ধীর দৌহিত্র রাহুলের নেতৃত্বে তরুন ব্রিগেড গুজরাতে গড়ে তুলেছে বিজেপি বিরোধী শক্ত জোট। হার্দিক পটেল, জিজ্ঞেস মেওয়ানি, অল্পেশ ঠাকুর— তিন তরুণ তুর্কিকে নিয়ে গুজরাত ভোটের সমীকরণটিই পুরো বদলে দিয়েছেন। তাই নির্বাচনে অক্সিজেন জোগাতে রাজ্যের সব জেলায় অন্তত একটি করে বড় সভা করতে হবে প্রধানমন্ত্রীকে এমনটাই দাবী রাজ্য বিজেপির । অঙ্কের হিসেবে তো তিরিশটির বেশি সভা! বিজেপির গুজরাত শাখা থেকে এই অশনি-বার্তা পেয়ে কর্মসুচি ঠিকরতে এখন হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী সচিবালয়।

উল্লেখ্য গত এক মাসে রাহুল গাঁধী চার বার গিয়েছেন গুজরাতে। হার্দিক পটেল, জিজ্ঞেস মেওয়ানি, অল্পেশ ঠাকুর— তিন তরুণ তুর্কিকে নিয়ে গুজরাত ভোটের সমীকরণটিই পুরো বদলে দিয়েছেন। পাতিদার, ওবিসি, দলিত ও আদিবাসীদের মন জয়ের চেষ্টা করছেন। মোদীর পালের হাওয়া কেড়ে ঘন-ঘন মন্দির দর্শনও করছেন। হাওয়া ঘোরাতে রাজ্য বিজেপির কাছে এখন একমাত্র তাস মোদীই। পরিত্রাতাও। তারা তাই প্রধানমন্ত্রীর সচিবালয়কে জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩২-টিতেই বড় সভা করতে হবে মোদীকে। বিজেপির শীর্ষ সূত্র জানাচ্ছে, চলতি সপ্তাহেই দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ডেকে গুজরাতের প্রার্থী চূড়ান্ত করা হবে। তার পরে নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ সে রাজ্যে প্রচার শুরু করতে পারেন মোদী। কিন্তু সব জেলায় সভা করতে হলে তার জন্য তো সময় বার করতে হবে প্রধানমন্ত্রীকে! সেই ‘দুষ্কর’ কাজটিই করে দেখানোর চেষ্টায় নেমেছে প্রধানমন্ত্রীর সচিবালয়।

শেষ বাজারে হাওয়া ঘোরাতে মোদী কী করেন, সে দিকে তীক্ষ্ণ নজর রাখছে কংগ্রেসও। দলের এক নেতার মতে, হাওয়া ঘোরাতে মোদী যা সব থেকে ভাল পারেন, তা হল মেরুকরণের রাজনীতি। বিজেপি চায়, অতীতে সনিয়া গাঁধীর মতো রাহুলও ‘মওত কা সওদাগর’-এর মতো কোনও মন্তব্য করুন, আর বিজেপি তার ফায়দা তুলুক। কিন্তু রাহুল সতর্ক থাকায় সেটি হচ্ছে না। বিজেপি এখন তাই অযোধ্যার মন্দির নিয়ে ধাপে ধাপে হিন্দুত্বের হাওয়া তুলছে। সুপ্রিম কোর্টের শুনানির আগে কাজে লাগানো হচ্ছে রবিশঙ্করকে। এরই সঙ্গে মুসলিম ভোট রাহুলের ঝুলিতে যাওয়া ঠেকাতে সঙ্ঘর লোকজন দরগা-মসজিদে গিয়ে বোঝাতে চাইছেন, কংগ্রেস বিশ্বাসঘাতক। ‘অশ্লীল’ সিডি বের করে বিরোধীদের কাবু করার পুরনো পন্থাও হাতড়াচ্ছে মোদী-শিবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন