News71.com
 International
 15 Nov 17, 12:37 PM
 140           
 0
 15 Nov 17, 12:37 PM

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দখল করে নিয়েছে সেনাবাহিনী।

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দখল করে নিয়েছে সেনাবাহিনী।

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের সরকারি সম্প্রচারমাধ্যম দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় গোলাগুলির শব্দ শোনা যায়। কিন্তু এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাতের এ ঘটনার ফলে দেশটিতে রাজনৈতিক সংকট আরো তীব্র হলো।দেশের জাতীয় সম্প্রচারমাধ্যম জেবিসি দখলে নেয়ার পর জিম্বাবুয়ের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অপরাধীদের ধরতে পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী।তবে এই ঘটনা সরকারের ওপর সেনাবাহিনীর কর্তৃত্ব গ্রহণ নয় এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।


আজ বুধবার সকালে রাজধানী হারারের উত্তরাঞ্চলীয় শহরতলীতে তীব্র গোলাগুলি এবং কামানের শব্দ পাওয়া গেছে।টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, যারা অপরাধ করছেন এবং এর ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সেনাবাহিনী।এক বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত আমরা আমাদের মিশন সফল করতে পারব তত তাড়াতাড়ি দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন