আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিশুদের একটি স্কুলে আবারও বন্দুকধারীর হামলা হয়েছে। এ ঘটনায় চারজন মারা গেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ক্যালিফোর্নিয়ার উত্তরে অবস্থিত একটি গ্রামের স্কুলে এ ঘটনাটি ঘটে। সেই সময় ছিল স্কুল শুরুর ব্যস্ততা। ভিড় পূর্ণ সেই সময়েই হামলা চালায় বন্দুকধারী। জানা গেছে,যে স্কুলে আক্রমণ চালানো হয়েছে তার নাম রাঞ্চো তেহামা এলিমেন্টারি স্কুল। সকালের দিকে স্কুল শুরুর সময়ে অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা,অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের বেশ ভিড় ছিল স্কুল চত্বরে। সেই ভিড়ের মধ্যে প্রথমে ট্রাক নিয়ে হামলা চালায় আততায়ী। ট্রাকে পিষ্ঠ হয়ে মৃত্যু হয় চারজনের।
এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তেহামা কাউন্টি অ্যাসিস্ট্যান্ট শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন,পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হয়েছেন। তবে প্রাথমিক হামলার কারণ জানা যায়নি। জনস্টন বলেন,এ ঘটনার মাধ্যমে এটা খুবই স্পষ্ট যে,যেকেউ সহজেই কোনোকিছুকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছেন। তিনি আরো বলেন,হামলাকারী গুলি চালাতে চালাতে স্কুল থেকে বের হয় এবং আশপাশের এলাকায়ও গুলি চালায়। হামলাকারী এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভেঙে দিয়ে অপর একটি গাড়ি চুরি করে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয়। প্রাথমিক হামলাকারীর নাম-পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ।