News71.com
 International
 15 Nov 17, 11:39 AM
 143           
 0
 15 Nov 17, 11:39 AM

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলি নাগরিকরা  

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলি নাগরিকরা   

আন্তর্জাতিক ডেস্কঃ ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলের নাগরিকরা। গত সোমবার ইসরাইলের আইনমন্ত্রী আয়ালেত শাকেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আয়ালেত শাকেদ গণমাধ্যমকে বলেন,দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে। এর আগে তিনি এক টুইট বার্তায় বলেন,ইসরাইলি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। ইসরাইলি নাগরিকদের তথ্যের গোপনীয়তা সংরক্ষণে এটি করা হচ্ছে।

প্রসঙ্গত,ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন