আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে।এছাড়া এ ভূমিকম্প ইরান সীমান্তজুড়ে ৮টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সময় গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৩৪২ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছিল।হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারনা করছেন উদ্ধারকারীরা । ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।