আন্তর্জাতিক ডেস্কঃ দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিল এক স্ত্রী।ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ির বড়বাগান এলাকায়।জানা গেছে এটি গণেশ-করুণা সরকার দম্পতির সংসার।আট বছর আগে বিয়ে হয়। কিন্তু, বনিবনা হয়নি কখনই। ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল ববিবার তা চরমে ওঠে ঝগড়ার পর ঘরে ঘুমিয়ে পড়েন গণেশ।তারপর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় করুণা। এরপরই আগুন লাগিয়ে দেয়। প্রচণ্ড ধোঁয়ার দমবন্ধ হয়ে মারা যান গণেশ। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। লাপাত্তা অভিযুক্ত স্ত্রী। এর আগে গণেশের চিত্কা্র শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও। দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।