News71.com
 International
 13 Nov 17, 12:24 PM
 127           
 0
 13 Nov 17, 12:24 PM

আফ্রিকার কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত।

আফ্রিকার কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল রোববার আফ্রিকান দেশ কঙ্গোয় মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। তেলবাহী একটি ফ্রিগেট ট্রেন গিরিখাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।জাতিসংঘ রেডিও ওকাপি এ দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও এতে আরো অনেকের আহত বা দগ্ধ হওয়ার কথা জানিয়েছে। কঙ্গোর কাতাঙ্গা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটি দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী লুবুম্বাশি থেকে কাতাঙ্গার লুয়েনার মধ্যে চলাচল করে।রেডিও ওকাপির খবরে বলা হয়, ট্রেনটিতে ১৩টি তেলের বগি ছিল। লুবুদি স্টেশনের কাছে ঢাল বেয়ে ওপরে ওঠার সময় এটি লাইনচ্যুত হয় এবং গিরিখাতে পড়ে ট্রেনে আগুন ধরে গেলে এসব প্রাণহানি ঘটে।ট্রেনটিতে অনেক যাত্রী ছিল এবং তারা অবৈধভাবে যাচ্ছিল বলে জাতীয় রেল কোম্পানীর এক সিনিয়র কর্মকর্তা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন