News71.com
 International
 13 Nov 17, 01:20 AM
 150           
 0
 13 Nov 17, 01:20 AM

ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৮ জন

ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ ৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারটিতে কয়েকজন সেনা অফিসার এবং দুই পাইলটসহ মোট ৮ জন আরোহী ছিল।ইরাকী সেনাবাহিনীর ব্যবহৃত রুশ নির্মিত এমআই-১৭ সামরিক হেলিকপ্টারটি ওয়াসেত প্রদেশের কুত শহরে বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।হেলিকপ্টারটিতে আরোহী ইরাকী বিমানবাহিনীর আট কর্মকর্তাই নিহত হয়েছেন। দুই পাইলট ছাড়া ৮ সেনা অফিসার ছিল আরোহী। অফিসারদের ভিতরে কর্নেল ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন