আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ৯৯ টাকায় বিমানে ভ্রমণ। শুনেই অসম্ভব ছাড়া আর কোনো শব্দ কেউ বলবেন না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করছে মালেশিয়ান বিমান সংস্থা এয়ার এশিয়া। ভারতের যেকোনো প্রান্তে এয়ার এশিয়ার বিমানে ৯৯ টাকাতেই চড়তে পারবেন। আর বিদেশ ভ্রমণ করতে হলে দিতে হবে ৪৪৪ টাকা। সীমিত সময়ের জন্য মিলবে এই সুযোগ। আজ রবিবার রাতে যারা টিকিট বুকিং করছেন তারা পাবেন ৯৯ টাকার টিকিট। আর ২০১৮ সালের মে মাস থেকে ২০১৯ জানুয়ারি পর্যন্ত মিলবে এই সুযোগ।
এয়ার এশিয়ার এমডি অমর অবরোল জানিয়েছেন,আজ রাত সাড়ে নটা থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই অফারে টিকিট কাটতে পারবেন। শুধুমাত্র এয়ার এশিয়ার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপেই পাওয়া যাবে এই অফার। দেশের মধ্যে কলকাতা,বেঙ্গালুরু,হায়দরাবাদ,ভুবনেশ্বর,জয়পুরসহ একাধিক মেট্রোসিটিতেই যাতায়াত করা যাবে এই ৯৯ টাকার টিকিটে। তবে সুযোগ মিলবে শুধু একবার।