আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের কটাক্ষ করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ট্রাম্পের প্রথম এশিয়া সফরকে ঘিরেই এ কটাক্ষ করেছেন কিম।তাঁর মন্তব্য, প্রথম এশিয়া সফরেই ট্রাম্প দেখালেন তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে ব্যাকুল।এসময় তিনি ট্রাম্পকে বিধ্বংস বলেও মৌখিক আক্রমণ করেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে কিমের এ বক্তব্য প্রকাশ করেছে। কিম জানিয়েছেন, প্রত্যাশামতোই ট্রাম্প কোরীয় উপকূলে নিউক্লিয়ার যুদ্ধ চাইছেন। একইসঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে বিশ্ব শান্তি ও উত্তর কোরিয়ার স্থিতিশীলতা নষ্টেরও অভিযোগ তুলেছে পিয়ংইয়ং। তবে আমেরিকার কোনও পদক্ষেপই তাদের পরমাণু গবেষণা থামাতে পারবে না, তারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া।
এর আগে গত বুধবারই ট্রাম্প সরাসরি উত্তর কোরিয়াকে সতর্ক করে দেন। আমেরিকাকে খাটো করে দেখলে ভুল করবে উত্তর কোরিয়া, এই ভাষায় কিমকে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। পিয়ংইয়ং যদি পারমাণবিক গবেষণা, বোমা পরীক্ষা বন্ধ করে আলোচনার টেবিলে বসে, তাহলে আখেরে সেই দেশেরই নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে বলে জানান ট্রাম্প। কিমের বক্তব্যই প্রমাণ করে দিল, কোরীয় উপকূলে টানটান উত্তেজনার পরিস্থিতি এখনই কাটছে না।