আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে আইএসের হাতে নিহত ব্যক্তিদের একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। ইরাকের প্রদেশ কিরকুকের হাওয়াইজা জেলায় এ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে গতকাল শনিবার জানায় ইরাকের সরকারি কর্মকর্তারা।কিরকুকের গভর্নর রাকান জানিয়েছেন, গণকবরে পুঁতে রাখা ব্যক্তির সংখ্যা ৪০০ এর বেশি ছাড়া কম নয়। গত অক্টোবরে আইএসের কাছ থেকে হাওয়াইজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরাকি বাহিনী। ২০১৪ সাল থেকে এলাকাটি দখলে রেখেছিল তারা। আইএসের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই গণকবর খুঁজে বের করা হয়। ওই অঞ্চলের বাসিন্দা সাদ আব্বাস পেশায় কৃষক। তিনি বলেন, গাড়িতে করে বন্দীদের নিয়ে আসা হতো এখানে। এরপর গুলি করে তাদের ছুড়ে ফেলা হতো।