News71.com
 International
 11 Nov 17, 11:32 AM
 151           
 0
 11 Nov 17, 11:32 AM

চীন ও পাকিস্তানকে টক্কর দিতে অত্যাধুনিক ব্যাটল ট্যাঙ্ক আনছে ভারত।  

চীন ও পাকিস্তানকে টক্কর দিতে অত্যাধুনিক ব্যাটল ট্যাঙ্ক আনছে ভারত।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও পাকিস্তানকে কড়া টক্কর দিতে আরও শক্তিশালী ও অত্যাধুনিক মানের ট্যাঙ্ক আনতে চলেছে ভারত। ২০২৫-২৭-এর মধ্যে প্রায় ১৭০০ ট্যাঙ্ক সেনার হাতে তুলে দেওয়া হবে ।ভারতীয় সেনার হাতে রয়েছে সোভিয়েত যুগের টি-৭২ ব্যাটল ট্যাঙ্ক। এ বার সেই ট্যাঙ্ককে বিদায় জানিয়ে তার জায়গায় ফিউচার রেডি কমব্যাট ভেহিকল (এফআরসিভি) আনার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এ ধরনের নেক্স জেন ব্যাটল ট্যাঙ্ক পাকিস্তান ও চীন সঙ্গে ভারত লাগোয়া সীমান্তে কাজে লাগানো হবে ।পরিবর্তিত সামরিক কৌশলের সঙ্গে পাল্লা দিয়ে মাঝারি ওজনের অত্যাধুনিক ট্যাঙ্কের চাহিদা বেড়েছে।


ভারত চাইছিল এমন এক ধরনের ব্যাটল ট্যাঙ্ক যেগুলো পরিবর্তিত রণকৌশলের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে কড়া মোকাবিলা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে এফআরসিভি খুবই কার্যকরী ভূমিকা নেবে। দিনে-রাতে সমান ভাবে দক্ষতার সঙ্গে এই ট্যাঙ্ক সার্ভিস দিতে পারবে। শুধু তাই নয়, অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি এয়ারক্রাফ্টেরও মোকাবিলা করতেও যথেষ্ট সক্ষম। সীমান্ত এলাকা তো বটেই, পাহাড়, মরুভূমি অঞ্চলেও এই ট্যাঙ্ক মোতায়েন করা হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, মাইনাস ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড, পাশাপাশি ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডেও এই ট্যাঙ্ক দক্ষতার সঙ্গে কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন