News71.com
 International
 11 Nov 17, 06:52 AM
 141           
 0
 11 Nov 17, 06:52 AM

কুকর্মের অভিযোগে প্রয়াত থাই রাজা ভুমিবলের আরও এক শীর্ষ কর্মকতা বরখাস্ত।

কুকর্মের অভিযোগে প্রয়াত থাই রাজা ভুমিবলের আরও এক শীর্ষ কর্মকতা বরখাস্ত।

আন্তর্জাতিক ডেস্কঃ নানা কুকর্মের কারণে উচ্চপদস্থ একজন থাই রাজ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। থাই রাজা মহা ভাজিরালংকনের অধীনে কাজ করা তিনিই সর্বশেষ বরখাস্ত হওয়া কর্মকর্তা।গত শুক্রবার রাজ প্রসাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।থাই রাজ পরিবারের ব্যুরো প্রধান ডিস্টন ভাজারোদায়ার বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্ক স্থাপন এবং জোর করে প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। তিনি প্রয়াত রাজা ভূমিবলের সময় গ্রান্ড চেম্বারলিন হিসাবে কর্মরত ছিলেন।বিবৃতিতে আরো বলা হয়, তার বিরুদ্ধে আমদানি করা গাড়ির করফাঁকি দেয়ারও অভিযোগ রয়েছে।

এছাড়া রয়্যাল ফাউন্ডেশনে অনুদানের বিষয়ে জাল ডকুমেন্ট তৈরী করতে কর্মীদের বাধ্য করারও অভিযোগ রয়েছে। তিনি এ ফাউন্ডেশনের প্রধান ছিলেন।ভাজিরালংকন (৬৫) গত বছর তার পিতা রাজা ভূমিবলের মৃত্যুর পর রাজা হিসাবে অধিষ্ঠিত হন। রাজা ভূমিবল প্রায় সাত দশক রাজত্ব করেন।নতুন রাজা তার পিতার জনপ্রিয়তাকে পুঁজি করে রাজত্ব চালালেও রাজতন্ত্রের অবমাননার জন্য কঠোর আইনের কারনে সমালোচনার সন্মুখীন হচ্ছেন।ক্ষমতা আরোহনের পর নতুন রাজা পিতার আমলের অনেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন