News71.com
 International
 11 Nov 17, 11:22 AM
 146           
 0
 11 Nov 17, 11:22 AM

লেবাননের বিরুদ্ধে সর্বাত্নক যুদ্ধের ঘোষণা দিল সৌদি আরব ।। হিজবুল্লাহ প্রধান    

লেবাননের বিরুদ্ধে সর্বাত্নক যুদ্ধের ঘোষণা দিল সৌদি আরব ।। হিজবুল্লাহ প্রধান      

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, তাঁর দেশের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।সৌদি আরবের রাজধানী রিয়াদে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির পদত্যাগের ঘোষণার কয়েক দিন পর এই মন্তব্য করেন হিজবুল্লাহপ্রধান।নাসরুল্লাহর অভিযোগ, সাদ হারিরিকে জোর করে আটকে রেখেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলকে উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।লেবাননে শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র। হারিরির পদত্যাগ নিয়ে সংগঠনটি সৌদি আরবের সঙ্গে পাল্টাপাল্টি দোষারোপে লিপ্ত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে লেবানন ও আশপাশের অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

লেবাননের শীর্ষ রাজনীতিকসহ বিভিন্ন মহলের ধারণা, হারিরিকে গৃহবন্দি করে রেখেছে সৌদি। দেশটিতে গিয়ে পদত্যাগের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্য কোনো বক্তব্য দেননি লেবাননের প্রধানমন্ত্রী।এমন বাস্তবতায় গতকাল রাতে শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে নাসরুল্লাহ বলেন, লেবাননের নাগরিকদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় সৌদি আরব।সংক্ষেপে বলতে গেলে, এটা স্পষ্ট যে সৌদি আরব ও সৌদির কর্মকর্তারা লেবানন ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমাকে এটা বলতে হবে যে, এটা লেবাননের সঙ্গে যুদ্ধ ছাড়া আর অন্য কিছুই নয় বলেন হাসান নাসরুল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন