News71.com
 International
 09 Nov 17, 10:53 AM
 156           
 0
 09 Nov 17, 10:53 AM

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৪৬

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৪৬


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত ও অপর ৪৬ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে।বুধবার রাতে ইসলামাবাদ থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধোক পাঠান গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ফজল আব্বাস বলেন, ‘একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে অন্তত ২৬ জন নিহত ও অপর ৪৬ জন আহত হন।তিনি আরো জানান, বাসটিতে তাবলিগ জামাতের সদস্যরা ছিল। এরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কোহাট থেকে তাবলিগ জামাতের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে পূর্বাঞ্চলীয় নগরী রাইউইন্ড যাচ্ছিল।

আহত অনেককেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে রাওয়ালপিন্ডিতে পাঠানো হয়েছে।কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় বাসটি নিয়মিত রুট দিয়ে যাচ্ছিল না। বাসটি যে পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল সেটিতে ভারী কুয়াশা ছিল।উল্লেখ্য, খারাপ রাস্তাঘাট, ফিটনেসবিহীন যানবাহন ও অব্যবস্থাপনার কারণে পাকিস্তানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বহু লোক প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন