আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে প্রতিবেশীর বন্ধুর মতোই সম্পর্ক থাকাই উচিত বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবুজ পতাকা নাড়িয়ে কলকাতা-খুলনা ‘বন্ধন’ এক্সপ্রেস ট্রেনটির আনুষ্ঠানিক সূচনার সময় এই মন্তব্য করেছেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন,প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের সঙ্গে প্রতিবেশী বন্ধুর মতো সম্পর্ক হওয়া উচিত। এক্ষেত্রে যখনই ইচ্ছা হবে তখনই কথা বলবো বা দেখা করবো, সাক্ষাৎ করবো। সাক্ষাৎ বা দেখা করার বিষয়টি প্রোটোকলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি। আজ দিল্লি থেকে মোদি যখন এই ভিডিও কনফারেন্সে যোগ দেন ঠিক তখনই অন্যপ্রান্তে ঢাকা থেকে এই কনফারেন্সে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও দেশটির জাতীয় উপদেষ্টা অজিত দোভালকে পাশে বসিয়ে প্রথমে বাংলায় বক্তব্য শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা,মমতা ব্যানার্জি ও বাংলাদেশের মানুষকে নমস্কার জানিয়ে তিনি বলেন,আজ শুভ উপলক্ষে দুই দেশবাসীদের আমার অভিনন্দন জানাই। আজ আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হল। দুই দেশের কানেকটিভিটির ওপরে জোর দিয়ে মোদি বলেন,কানেকটিভিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করা। আর আজ আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রার্মিনাসে রকলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে যে পথ চলা শুরু হল,তাতে কলকাতা-খুলনার যাত্রীদের অনেক সুবিধা হবে।