News71.com
 International
 08 Nov 17, 12:35 PM
 170           
 0
 08 Nov 17, 12:35 PM

মার্কিন স্টেট গভর্নর নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানরা ধরাশায়ী।।  

মার্কিন স্টেট গভর্নর নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানরা ধরাশায়ী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভোটের মাধ্যমে দুঃশাসন আর অপশাসনের জবাব দিলেন আমেরিকানরা। গত ১০ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান শাসিত কংগ্রেসের বিভিন্ন পদক্ষেপে অতীষ্ট ভোটাররা ভার্জিনিয়া এবং নিউজার্সি অঙ্গরাজ্যের দুই রিপাবলিকান গভর্নরকেই ধরাশায়ী করেছেন। গতকাল মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে থেকেই বিভিন্ন গণমাধ্যমে এই নির্বাচনকে ট্রাম্পের জন্যে টেস্ট কেস হিসেবে অভিহিত করা হয়। ট্রাম্পের শাসনের পক্ষে জনগণ কতটা সন্তুষ্ট তারই স্পষ্ট প্রকাশ ঘটলো গোপন ব্যালটে। ভার্জিনিয়া গভর্নর হিসেবে জয়ী হলেন ডেমক্র্যাট রালফ এস নর্দ্যাম। তিনি লে. গভর্নর ছিলেন। রালফ এস নর্দ্যাম ভোট পেয়েছেন ৫৩.৯ শতাংশ। এখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকানে এডোয়ার্ড জিলেসপাই পেয়েছেন ৪৫ শতাংশ।

অপরদিকে,নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে জয়ী হলেন ফিলিপ মার্ফি। ৫৫.৭ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান কিম গুয়াডেঙ্গো পেয়েছেন ৪২.৪ শতাংশ ভোট। কিম ছিলেন লে. গভর্ণর। নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো বিপুল ভোটের ব্যবধানে পুনরায় জয়ী হলেন। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধ-পরিকর ভোটারেরা বিল ডি ব্লাসিয়োকে আবারও নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে অধিষ্ঠিত করলো। তার কাছে ধরাশায়ী হলেন রিপাবলিকান নিকোল ম্যালিয়োটাকিস। এই সিটির রেজিস্টার্ড ভোটারের ৭০ শতাংশের বেশি ডেমক্র্যাট হলেও ইতিপূর্বেক রিপাবলিকান প্রার্থীরাও ভোটারের মধ্যে জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছেন। এর ফলে বিগত কয়েক টার্মেই রিপাবলিকান মেয়রের দখলে ছিল এই ডেমক্র্যাট সিটি। কিন্তু গরিব ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত বিল ডি ব্লাসিয়ো সে প্রথাকে চূর্ণ করে টানা দু’টার্মের জন্যে মেয়র হলেন। তিনি পেয়েছেন ৬৬.২ শতাংশ ভোট। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ২৮ শতাংশ।

উল্লেখ্য,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বত্র বৃষ্টি ঝরেছে। তবুও ভোটারের উপস্থিতিতে কোন হেরফের ঘটেনি। ভার্জিনিয়া এবং নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানরাও একই আমেজে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটের এ আমেজ ডেমক্র্যাটরা ধরে রাখতে সক্ষম হলে সামনের বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অহমিকা খর্ব করা সহজ হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন