News71.com
 International
 08 Nov 17, 11:46 AM
 187           
 0
 08 Nov 17, 11:46 AM

ভেনিজুয়েলা সংকট প্রশ্নে আগামী সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ভেনিজুয়েলা সংকট প্রশ্নে আগামী সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সোমবার এক অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে। ভেনিজুয়েলা সংকট ক্রমেই ঘনীভূত হতে থাকায় এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে এটি করা হচ্ছে। কূটনীতিকরা একথা জানান। বৈঠকে পরিষদের সামনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র মহাসচিব (ওএএস) ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কঠোর সমালোচক লুইস আলমাগ্রো শুনানি উপস্থাপন করবেন।

মাদুরোকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ফৌরি নিউইয়র্কে সাংবাদিকদের পরিষদের বৈঠকের পরিকল্পনার খবর নিশ্চিত করেন।তিনি বলেন, ভেনিজুয়েলায় বড় ধরনের স্বাস্থ্য ও খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ভেনিজুয়েলায় তেলের দাম বেড়ে গেছে এবং খাবার,ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সংকট দেখা দিয়েছে।উদ্ভুত পরিস্থিতিতে মাদুরোর বিরোধীরা দেশটিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন