News71.com
 International
 08 Nov 17, 11:20 AM
 135           
 0
 08 Nov 17, 11:20 AM

বৃটেনে লেবার পার্টির সদ্য পদচ্যুত মন্ত্রীর আত্মহত্যা।।

বৃটেনে লেবার পার্টির সদ্য পদচ্যুত মন্ত্রীর আত্মহত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়েলস লেবার পার্টি থেকে সদ্য বরখাস্ত হওয়া কার্ল সার্জিয়ান্টের রহস্যজনক মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজ বাসা থেকে ৪৯ বছর বয়সী এই রাজনীতিবিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ ওঠায় গত শুক্রবার পদ হারান কার্ল।

কমিউনিটি ও শিশুবিষয়ক কেবিনেট সচিব পদের দায়িত্বে ছিলেন তিনি। শুরু হয় বিশদ তদন্ত। যদিও অভিযোগ মেনে না নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা বলেছিলেন লেবার মন্ত্রী। তিনি বিবাহিত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,যে বন্ধন আমাদের এক করে রেখেছিল,তা হারিয়ে আমরা বাকরুদ্ধ। এটি গভীর দুঃসংবাদ বলে জানিয়েছেন লেবার পার্টির প্রধান নেতা জেরেমি করবিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন