আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শামসাদ টিভি স্টেশনে আজ মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শিরা জানান, তিনজন বন্দুকধারীকে ভিতরে প্রবেশ করতে যায়। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীকে গুলি করে। তারপর ভিতরে প্রবেশ করে। তারা গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে।
জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা তিন ঘণ্টা ধরে এ হামলা চালায়। পরে আফগান বিশেষ বাহিনী টিভি স্টেশনের নিয়ন্ত্রণ নেয় এবং ভেতরে আটকা পড়া সকলকে উদ্ধার করে। শামসাদ টিভির ঘোষণায় বলা হয়,হামলার অবসান ঘটেছে। বিশেষ বাহিনীর কমান্ডার জানিয়েছেন ভবনের ভেতরের সকলকে উদ্ধার করা হয়েছে। টিভির ঘোষণায় আরো বলা হয়েছে,এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। কিন্তু তারা আমাদের স্তব্ধ করতে পারবে না।