News71.com
 International
 07 Nov 17, 05:44 AM
 168           
 0
 07 Nov 17, 05:44 AM

মাঝ আকাশে স্বামীর কুকীর্তি নিয়ে স্ত্রীর তাণ্ডব, বিমানের জরুরি অবতরণ।

মাঝ আকাশে স্বামীর কুকীর্তি নিয়ে স্ত্রীর তাণ্ডব, বিমানের জরুরি অবতরণ।

আন্তর্জাতিক ডেস্কঃ নারী রেগে গেলে উড়ন্ত বিমান পর্যন্ত জরুরি অবতরণ করতে হতে পারে। মজা নয়, সত্যিকার অর্থেই এমনটি ঘটেছে।বিমানে এক নারী জানতে পারেন, তার স্বামীর সঙ্গে অন্য কোনও মহিলার সম্পর্ক রয়েছে। তারপর তিনি এমন গোলমাল শুরু করলেন যে, বিমানের অভিমুখ ঘুরিয়ে শেষপর্যন্ত জরুরি অবতরণ করাতে হল।জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমান রবিবার দোহা থেকে বালি যাচ্ছিল। বিমানে এক ইরানি নারী তার ঘুমন্ত স্বামীর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার মোবাইল খুলে ফেলেন। আর তারপরই বুঝতে পারেন যে তার স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক রয়েছে।স্বামীর এমন কীর্তি জানাতে পেরেই তুমুল চিৎকার জুড়ে দেন সেই নারী। স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনওভাবেই শান্ত করা যায়নি তাকে। ঝগড়া মেটাতে শেষে এগিয়ে আসেন বিমান সেবিকারা। তাঁদের কথাও কানেই তোলেননি তিনি। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে বিমানটিকে চেন্নাই বিমান বন্দরে জরুরি অবতরণ করান বিমানচালক। সেখানেই সেই মহিলা, তার স্বামী ও সন্তানকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের কুয়ালালামপুরের বিমানে তুলে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন