News71.com
 International
 07 Nov 17, 11:42 AM
 148           
 0
 07 Nov 17, 11:42 AM

সৌদির আটক দুর্নীতিবাজ মন্ত্রীদের স্থলে নতুনদের শপথবাক্য পাঠ করালেন বাদশাহ।।

সৌদির আটক দুর্নীতিবাজ মন্ত্রীদের স্থলে নতুনদের শপথবাক্য পাঠ করালেন বাদশাহ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির অভিযোগ সৌদি আরবের আটক মন্ত্রীদের ফেরার রাস্তা বন্ধ করে দিলেন বাদশাহ সালমান। গতকাল সোমবার বরখাস্ত হওয়া অভিযুক্ত মন্ত্রীদের জায়গায় এক ঝাঁক নতুন মন্ত্রীর শপথবাক্য পাঠ করান তিনি। বিশ্বকে সরকারের নতুন নিয়োগ সম্পর্কে জানাতে সেই ছবিও প্রকাশ করেছে সৌদি আরব। এদিকে,কোটিপতি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের গ্রেফতারির পর এখন টলমল সৌদি আরবের অর্থনীতি, জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যাপল,টুইটার,সিটি গ্রুপের মতো একগুচ্ছ বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে তালালের কিংডম হোল্ডিং কোম্পানি বা কেএইচসি–র। কোম্পানির পক্ষ থেকে গতকাল সোমবার বিবৃতি দিয়ে বলা হয়েছে,কর্তৃপক্ষ সরকারের আস্থা ভোটের ফলাফল মেনে নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন