News71.com
 International
 07 Nov 17, 11:28 AM
 152           
 0
 07 Nov 17, 11:28 AM

স্বাধীন কাশ্মীর বাস্তবে কখনই সম্ভব নয়।। পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্বাধীন কাশ্মীর বাস্তবে কখনই সম্ভব নয়।। পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়। শুনতে আশ্চ‌র্য লাগলেও এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে এক অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্বাসি বলেন,স্বাধীন কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই। সুত্রের খবর অনু‌যায়ী,খোকান বলেন,কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভালো হতে পারে। পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর তাঁর দেশে তাঁকে তুলোধনা করছে বিভিন্ন মহল। পাকিস্তান বরাবরই বলে এসেছে, কাশ্মীরের মানুষের লড়াইয়ে তারা সব সময়েই তাদের পাশে রয়েছে। এমনকী ভারত অধিকৃত কাশ্মীরের জঙ্গি আন্দোলনেও পাকিস্তান থেকে বিভিন্ন ভাবে সাহা‌য্য দেওয়া হয়ে থাকে এমন প্রমাণও মিলেছে খোদ জঙ্গিদের মুখ থেকে। সেক্ষেত্রে খোদ পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্যে আশ্চ‌র্য পাকিস্তানের রাজনৈতিক মহল।

উল্লেখ্য,পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ‌যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে পাকিস্তান সরকার। দিনের পর দিন সেখানে পাক সেনাদের অবর্ণনীয় অত্যাচারের কাহিনি আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরছেন সেখানকার নেতারা। অথচ পাক সরকার ভারতীয় কাশ্মীরের স্বাধীনতা-তে মদদ দিলেও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই নীরব ছিল। এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন