News71.com
 International
 06 Nov 17, 06:20 AM
 147           
 0
 06 Nov 17, 06:20 AM

সীমান্ত নিয়ে বিরোধে জড়াচ্ছে কাতার ও বাহরাইন।  

সীমান্ত নিয়ে বিরোধে জড়াচ্ছে কাতার ও বাহরাইন।   

আন্তর্জাতিক ডেস্কঃ উপসাগরীয় দুই দেশ কাতারও ও বাহরাইনের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে কাতার সীমান্তের একটা অংশকে নিজেদের বলে দাবি করেছে বাহরাইন।এমন দাবির প্রেক্ষিতে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।স্থানীয় সময় গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহরাইন জানায়, জোরপূর্বক নেয়া ভূখণ্ডের উপর তাদের ন্যায্য অধিকার রয়েছে। তবে এর জন্য কাতারের ক্ষমতাসীন সরকারকে তারা চ্যালেঞ্জ করবে কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি।

আরও জানা যায়, ২০০১ সালে শতবর্ষব্যাপী এই সীমান্ত বিবাদের মীমাংসা করে দেয় আন্তর্জাতিক আদালত। ঠিক এমন সময়ে বিতর্কটি ওঠানো হলো যখন কিনা বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব এবং মিশর মার্কিন-ইসরায়েলের ইচ্ছায় কাতারের উপর অবরোধ আরোপ করে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন