News71.com
 International
 06 Nov 17, 11:57 AM
 152           
 0
 06 Nov 17, 11:57 AM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার.....  

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার.....   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষপযোগ্য সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে দেশটি।জানা গেছে, পরিকল্পিত নতুন ক্ষেপণাস্ত্র হিউনমু ৪ এর আগে নির্মিত অনুরূপ দুই ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এছাড়া, নতুন ক্ষেপণাস্ত্রের পে লোড বা অস্ত্র বহন ক্ষমতা এবং পাল্লাও বাড়ানো হবে।এর আগে, দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নীতিগত সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন। কার্যত এরপরেই দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো এবং অস্ত্র বহন সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেন তারা। ২০১২ সালে সই করা মার্কিন-দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিউলের ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটার এবং বোমাবহন সক্ষমতা ৫০০ কেজি করা হয়েছিল। এই দুই ক্ষমতাই এবারে বাড়ানো হলো। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে যখন যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে তখন এই পরিকল্পনা করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন