News71.com
 International
 05 Nov 17, 01:36 AM
 137           
 0
 05 Nov 17, 01:36 AM

অপ্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়তি বিল করার অপরাধে নিউইয়র্ক হাসপাতালের ৬ মিলিয়ন ডলার জরিমানা

অপ্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়তি বিল করার অপরাধে নিউইয়র্ক হাসপাতালের ৬ মিলিয়ন ডলার জরিমানা

 

আন্তর্জাতিক ডেস্কঃ অতি মুনাফার জন্য অপ্রয়োজনীয় বিভিন্ন থেরাপি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিম নিউইয়র্কের হাসপাতাল কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে ৬ মিলিয়ন ডলারের জরিমানা। ২৭ অক্টোবর এ জরিমানা দিতে সম্মতি জানিয়েছে পশ্চিম নিউইয়র্কের ওই হাসপাতাল। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় থেরাপির বিপরীতে বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছে বলে ক্যাথলিক হেলথ সিস্টেমের (সিএইচএস) বিরুদ্ধে অভিযোগ রয়েছে রোগীদের। আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিএইচএসকে ২৭ অক্টোবর ৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। এ বিষয়ে ফেডারেল আইনজীবীরা অ্যাসোসিয়েটেড জানান,এ সময়ের মধ্যে বিভিন্ন স্বল্প,মধ্য ও দীর্ঘমেয়াদি সেবার বিপরীতে প্রতিষ্ঠানটি রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছে, যা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এ বিষয়ে সিএইচএস জানায়,জরিমানা দিতে সম্মতি জানালেও কোনো ধরনের ভুল চিকিৎসা বা বাড়তি সেবা দিয়ে অর্থ আদায়ের সঙ্গে সিএইচএস জড়িত নয়। সরকারের করা অভিযোগটি অর্থহীন। সব সেবাই দেওয়া হয়েছে চিকিৎসকের পরামর্শক্রমে। রোগীরা যাতে দ্রুত বাড়ি ফিরতে পারে,সে জন্য আমরা সব ধরনের চেষ্টা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন