News71.com
 International
 05 Nov 17, 01:30 AM
 144           
 0
 05 Nov 17, 01:30 AM

জীবনের নিরাপত্তা না থাকায় লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির পদত্যাগ।

জীবনের নিরাপত্তা না থাকায় লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির পদত্যাগ।

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনের ঝুঁকি থাকায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি।আজ শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে হত্যাকাণ্ডের শিকার হওয়া লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির পুত্র বলেন, ইরান ও হিজবুল্লাহর সমালোচনা করায় তাকে হত্যা করার ছকের আচ পেয়েছেন তিনি।সাদ আল হারিরি বলেন, আমরা এমন এক অবস্থায় জীবনযাপন করছি যেটা শহীদ রফিক আল হারিরির হত্যাকাণ্ডের আগে বিরাজ করছিল। আমাকে হত্যা করার ছক গোপনে করা হচ্ছে বলে টের পেয়েছি। সাদ বলেছেন, ইরান আরব বিশ্বে তার প্রভাব হারাচ্ছে এবং লেবানন আবার জেগে উঠবে যেমনটা আগেও করেছিল। যারা লেবাননের বিষয়ে হস্তক্ষেপ করবে তাদের হাত কেটে দেয়া হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি লেবাননের সেই সময়ের প্রধানমন্ত্রী রফিক হারিরি বোমা হামলায় নিহত। ওই হামলায় আরো ২২ জন নিহত হয়। এই হামলার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করা হলেও তারা এই অভিযোগ অস্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন