News71.com
 International
 04 Nov 17, 12:59 PM
 145           
 0
 04 Nov 17, 12:59 PM

নাইটহুড উপাধি পেলেন হাই কোর্টের বাংলাদেশি বিচারক আখলাকুর রহমান।।

নাইটহুড উপাধি পেলেন হাই কোর্টের বাংলাদেশি বিচারক আখলাকুর রহমান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের হাই কোর্টের বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী নাইটহুড খেতাবে ভূষিত হয়েছেন। নাইটহুড বৃটেনের রাণী কর্তৃক প্রদত্ত অন্যতম সর্বোচ্চ পদক। তৃতীয় বাঙালি হিসেবে আখলাকুর রহমান চৌধুরী এ খেতাব পেলেন। এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ফজলে হাসান আবেদ এ পুরস্কার পান।

গত ২ অক্টোবর থেকে ব্রিটিশ হাই কোর্টে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আখলাকুর রহমান চৌধুরী। তিনি ১৯৯২ সালে বারে যোগ দিয়েছিলেন। পরে ২০০৯ সালে তাকে রেকর্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে হাই কোর্টের ডেপুটি জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন তিনি এটর্নি জেনারেলের অ্যাপ্রুভড কাউন্সিলের প্যানেল সদস্য ছিলেন। সেখানে তিনি পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস,প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থাকে মানবাধিকার থেকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন