News71.com
 International
 04 Nov 17, 12:59 PM
 136           
 0
 04 Nov 17, 12:59 PM

আগামী নির্বাচনেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি ।। তৃণমুলত্যাগী মুকুল রায়

আগামী নির্বাচনেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি ।। তৃণমুলত্যাগী মুকুল রায়


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতেই (বিজেপি) অবশেষে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ মুকুল রায়। গতকাল শুক্রবার সন্ধ্যার আগেই নয়াদিল্লীতে বিজেপি সদর দপ্তরে যান মুকুল। দলের পক্ষে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বিজেপি সদর দপ্তরে পৌঁছান মুকুল। সেখানে প্রথমে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তার বৈঠক হয়। তারপরই সাংবাদিক বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে মুকুল রায়ের যোগদানের কথা ঘোষণা করেন দলের মুখপাত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।



সাংবাদিক বৈঠকেই মুকুল রায়ের হাতে দলের সদস্য পদের স্লিপ তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়। মুকুলকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগতও জানান তিনি। যোগদানের পর মুকুল বলেন, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়, ধর্মনিরপেক্ষ দল। ভবিষ্যতে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন