আন্তর্জাতিক ডেস্কঃ স্বপরিবারে ভারত সফরে গিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। আর বাবা-মায়ের সঙ্গে প্রথমবার ভারতে গিয়ে সকলের নজর কেড়ে নিয়েছে যুবরাজ গেয়ালসে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাতের সময়েও হাজির ছিল দেড় বছরের খুদে যুবরাজ। মোদিকে ভারতীয় কায়দায় হাতজোড় করে অভিবাদন জানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে শিশুটি। গত বুধবার রাতে ভুটানের রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদিকে ভারতীয় কায়দায় হাতজোড় করে অভিবাদন জানায় খুদে যুবরাজ। শুধু তাই নয়,যখন ভুটানের রাজার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী,তখন চুপটি করে একপাশে বসেছিল সে। এটুকুও দুষ্টুমি করেনি।
বাবার সঙ্গে রাষ্ট্রপতি ভবনেও গিয়েছিল গেয়ালসে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভুটানের রাজার সঙ্গে কথা বলছিলেন। তবে ভুটানের চিরাচরিত পোশাক পরিহিত শিশুর দিক থেকে যেন নজর ফেরাতে পারছিলেন না রাষ্ট্রপতির স্ত্রী সবিতা। রাষ্ট্রপতির কাছ থেকে উপহার পেয়েছে গিয়ালসে। প্রায় তার মাপের একটি গিফট হ্যাম্পার দেওয়া হয় শিশুটিকে। তবে শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নন,ভুটানের যুবরাজকে আদর আর উপহারে ভরিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও।