News71.com
 International
 31 Oct 17, 06:47 AM
 184           
 0
 31 Oct 17, 06:47 AM

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের সব পাসপোর্ট বাতিল করল থাই পররাষ্ট্র মন্ত্রণালয়।  

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের সব পাসপোর্ট বাতিল করল থাই পররাষ্ট্র মন্ত্রণালয়।   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনওয়াত্রার সবকটি (চারটি) পাসপোর্ট বাতিল করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত থাইল্যান্ডে সব দূতাবাসে পাসপোর্ট বাতিল হওয়ার এ খবরটি দেয়া হয়েছে।চাল ভর্তুকি প্রকল্পে দুর্নীতির মামলায় ৫ বছর সাজা হয়েছে ইংলাকের। ওই সাজার বিষয়টি সামনে রেখেই এ বছরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ইংলাক। চালে ভর্তুকির প্রকল্পটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকের কাছ থেকে বাজার মূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কেনা হয়। এ কর্মসূচিটি কৃষকের কাছে জনপ্রিয় ছিল।

ওই কর্মসূচির কারণে দেশটিতে চালের বিশাল মজুদ সৃষ্টি হয়। তবে এতে লোকসানও হয় ৮০০ কোটি ডলার। ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন