News71.com
 International
 31 Oct 17, 11:40 AM
 200           
 0
 31 Oct 17, 11:40 AM

সৌদি নারিদের স্বপ্ন পুরন ।।আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়েই খেলতে পারবেন তারা  

সৌদি নারিদের স্বপ্ন পুরন ।।আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়েই খেলতে পারবেন তারা   

স্পোটস ডেস্কঃ আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে খেলতে পারবে সৌদি নারীরা। গতকাল রবিবার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। অতীতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না কোন নারীর। নারীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল এই দেশ দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা রয়েছে। সেখানে জনসমক্ষে কোন নারীর বেপর্দা চলাফেরা একেবারেই নিষিদ্ধ। ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে এটি একটি।

এর আগে তিনি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেন। আগামী বছর জুন মাস থেকে যেটি কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করা জেনারেল স্পোর্টস অথরিটির এক বার্তায় বলা হয়,২০১৮ সালের শুরু থেকেই রিয়াদ,জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারীদের জন্য আসন সংরক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এজন্য স্টেডিয়ামে ভেতর রেস্টুরেন্ট, ক্যাফে ও মনিটর স্ক্রিন স্থাপনের কাজ চলছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য রিয়াদের স্টেডিয়ামে শত শত নারী দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। দেশটির অভিভাবকত্ব নীতির আওতায় সেখানে একজন নারীর লেখাপড়া,ভ্রমন এবং অন্যান্য কার্যক্রমের জন্য তার পরিবারের পুরুষ সদস্য পিতা,স্বামী কিংবা ভাইয়ের অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় কট্টর রক্ষণশীল এই দেশটিতে অনেক বিষয়েই ছাড় দেয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক সংস্কার। এমনকি নারীদের কর্মসংস্থানের বিষয়েও এতে জোর দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন