News71.com
 International
 30 Oct 17, 08:16 AM
 157           
 0
 30 Oct 17, 08:16 AM

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখবে ইরান।।প্রেসিডেন্ট হাসান রুহানি

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখবে ইরান।।প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে চলেছে ইরান। দ্রুত গতিতে চলছে ক্ষেপণাস্ত্র তৈরি কাজও।এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, নিজের প্রতিরক্ষার জন্য তেহরান ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ করবে না। গতকাল রবিবার দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের অস্ত্র কর্মসূচি নিয়ে তারা ভুল চিন্তা করছেন। আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখব। আমাদের নিজেদের ও প্রিয় ইরানি জনগণকে রক্ষার জন্য যে ধরনের অস্ত্র তৈরি প্রয়োজন আমরা তাই তৈরি করব এবং সেগুলোর মজুদ গড়ে তুলব। রুহানি আরও বলেন, আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। এখনও তৈরি করছি এবং ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত থাকবে। এসময় প্রেসিডেন্ট হাসান রুহানি তিনি আরও বলেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বরং ইরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে। যা আন্তর্জাতিক জনমতের মুখে মার্কিন বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন