News71.com
 International
 30 Oct 17, 05:44 AM
 156           
 0
 30 Oct 17, 05:44 AM

নিরাপত্তা হুমকির কারণে একটি ভারতীয় বিমানের জরুরী পরিবর্তন

নিরাপত্তা হুমকির কারণে একটি ভারতীয় বিমানের জরুরী পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নয়াদিল্লীগামী যাত্রীবাহী একটি বিমান নিরাপত্তা হুমকির কারণে মধ্য আকাশে গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে। ১২২ আরোহী নিয়ে বিমানটি মুম্বাই থেকে নয়াদিল্লী যাচ্ছিল। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।সূত্র মতে, নিরাপত্তা হুমকি পাওয়ার পর জেট এয়ারওয়েজের এ ফ্লাইট সোমবার গতিমুখ পরিবর্তন করে আহমেদাবাদে অবতরণ করে।একজন বিমানবালা একটি চিরকুট দেখতে পায় যেখানে বিমান ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়। বিমানবালা এ বিষয়ে পাইলটকে সতর্ক করেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এয়ারলাইন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।জেট এয়ারওয়েজের এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানে নিরাপত্তা হুমকি থাকায় সেটি যাচাই করার অংশ হিসেবে জরুরি ঘোষণার পর দিল্লীর উদ্দেশে মুম্বাই থেকে ছেড়ে আসা বোয়িং ৭৩৭-৯০০ ফ্লাইটটি গতিমুখ পরিবর্তন করে আহমেদাবাদের দিকে যায়। কোন ধরণের ঘটনা ছাড়াই এটি আহমাদাবাদে অবতরণ করে। বিমান ঘাঁটির এক কিনারায় এটিকে পার্ক করা হয়। পরে ওই বিমানের ১১৫ জন যাত্রী ও সাতজন ক্রূ’র সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়।এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া বিমানে তল্লাশী অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন