News71.com
 International
 30 Oct 17, 11:13 AM
 171           
 0
 30 Oct 17, 11:13 AM

ডিজিটাল মুদ্রার যুগে পিছিয়ে থাকবে না ভারত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডিজিটাল মুদ্রার যুগে পিছিয়ে থাকবে না ভারত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ কেন্দ্রের সাধের ডিজিটাল ইন্ডিয়ার সমালোচকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ডিজিটাল মুদ্রার যুগে ভারত পিছিয়ে থাকতে পারে না। আজ রবিবার কন্নড় জেলার উজিরেতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ডিজিটাল মুদ্রার যুগ শুরু হয়ে গিয়েছে। ভারতের উচিত নয় পিছিয়ে থাকা। তিনি জানান, বাজারে বেশি নগদ থাকলে দুর্নীতি বৃদ্ধি পাবে। অন্যদিকে, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা বাড়বে।ডিজিটাল লেনদেন নিয়ে যারা সমালোচনায় মুখর হয়েছেন, তাঁদের ‘তিস মার খান’ বলে কটাক্ষ করেন মোদী। বলেন, গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে সংসদে বেশ কিছু ‘তারকা’ বক্তৃতা দেন। তাঁরা ডিজিটাল লেনদেনের প্রবল সমালোচনা করেন। 

প্রধানমন্ত্রী জানান, সময় বদলাচ্ছে। তার সঙ্গে বদল হচ্ছে টাকার ধরনে। বলেন, একটা সময়ে সবকিছুই পাথর ছিল। তারপর এক এক করে এল চামড়া, সোনা-রুপো, গয়না, কাগজ ও প্লাস্টিক। এখন ডিজিটাল লেনদেনের যুগ।এই প্রসঙ্গে, নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও একহাত নেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র থেকে ১ টাকা বেরোলে, তা গ্রামে পৌঁছতে পৌঁছতে ১৫ পয়সায় গিয়ে দাঁড়ায়। তাঁর প্রশ্ন, এবার জানতে চাই, কাদের কাছে পৌঁছত এই ৫৭ হাজার কোটি টাকা। মোদীর দাবি, এই কারণেই অনেকে মোদীকে অপছন্দ করেন। কারণ, তাঁদের কাছে টাকা আর যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন