আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৫ বছরে ১০ লাখ চাকরির ব্যবস্থা করতে পারবে রেল। এমনটাই জানালেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। কীভাবে তৈরি হবে ওই বিপুল সংখ্যক চাকরির সুযোগ? মন্ত্রী জানিয়েছেন,রেল যাত্রাকে নিরাপদ,আরামদায়ক করার জন্য যা করা প্রয়োজন তা করবে রেল। সেক্ষেত্রে আগামী ৫ বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এতেই সৃষ্টি হবে ১০ লাখ চাকরির সুযোগ।
আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন,রেলের হাতে থাকা আগামী ১০ বছরের জন্য নেওয়া কিছু পরিকল্পনার বদল করা হয়েছে। ১০ বছরের সময়সীমা কমিয়ে ৪ বছরের মধ্যে সব প্রকল্পের কাজ শেষ করে ফেলা হবে। এতে সময় বাঁচার পাশাপাশি ৩০ শতাংশ খরচ বাঁচবে। আগস্টে প্রভুর হাত থেকে রেল দপ্তর নেওয়ার পর গোয়েল বলেছিলেন,তিনি ভারতীয় রেলকে একটি নতুন জায়গায় নিয়ে যাবেন। পাশপাশি এ মাসের প্রথমেই তিনি বলেছিলেন আগামী এক বছরের মধ্যে ১০ লাখ লোক কাজ পাবেন। এখন সেই সময়সীমা আরো খানিকটা বাড়িয়ে দিলেন গোয়েল।