News71.com
 International
 29 Oct 17, 11:51 AM
 171           
 0
 29 Oct 17, 11:51 AM

১৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো বিখ্যাত অভিনেতা পল নিউম্যানের ঘড়ি।  

১৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো বিখ্যাত অভিনেতা পল নিউম্যানের ঘড়ি।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা পল নিউম্যানের ব্যবহৃত একটি ঘড়ি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে ডাকা এক নিলামে ১৭.৮ মিলিয়ন ডলারে ঘড়িটি কিনে নেন এক ক্রেতা।১৯৬৫ সালে এক মোটরবাইক দুর্ঘটনায় পল নিউম্যান আহত হয়েছিলেন।এর তিন বছর পর ১৯৬৯ সালে স্ত্রী জোয়ান ওডওয়ার্ডের কাছ থেকে উপহার হিসেবে ঘড়িটি পান নিউম্যান। তখন তারা দুজনে 'উইনিং' ছবির শ্যুটিং করছিলেন। স্বামীকে সতর্ক গাড়ি চালাতেই ঘড়িটি উপহার দেন জোয়ান।এর পর জোয়ান উডওয়ার্ড তার স্বামীকে নতুন আরেকটি ঘড়ি কিনে দেন ১৯৮৪ সালে। আর সেই রোলেক্স ঘড়িটি দিয়ে দেন তার কন্যার তখনকার বয়ফ্রেন্ড জেমস কক্সকে। কক্সই এই ঘড়িটি নিলামে তুলেছিলেন। এই বিক্রি থেকে যে অর্থ পাওয়া গেছে তার কিছুটা যাবে নিউম্যানের ওউন ফাইন্ডেশনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন