আন্তর্জাতিক ডেস্কঃ টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। ইতিমধ্যেই মেঘভাঙা বৃষ্টিতে পুরোপুরি স্তব্ধ ওকিনাওয়া দ্বীপপুঞ্জের জনজীবন। টাইফুন আছড়ে পড়ার আগেই স্থানীয় প্রশাসনের তরফে ঝড় ও ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছিল। জানা গিয়েছে, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু,একজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছেন। এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে টাইফুনের তাণ্ডবে স্থানীয়দের মনে রীতিমত আতঙ্ক গ্রাস করছে।
জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে,স্থানীয় সময় গতকাল শনিবার মধ্যরাতে ঝড়টি ওকিনাওয়ার দ্বীপপুঞ্জ অতিক্রম করে। এর আগে বেলা ১১টার দিকে ঝড়টির অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আরো জানা গেছে, আজ রবিবার সকাল পর্যন্ত এই ঝড়ের দাপট চলবে। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়,এতে ওকিনাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে সেদেশের সরকার।