আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু অস্ত্র ভাণ্ডারের উপর কোন নিয়ন্ত্রণ নেই পাকিস্তানে প্রশাসনের। তাই পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ল্যারি প্রেসলার। তিনি বলেন, পাকিস্তানে অস্ত্র চুরি হয় কিংবা বিক্রিও হয়। পাকিস্তান ও উত্তর কোরিয়া খুব ভয়াবহ বলে বর্ণনা দেন তিনি।মার্কিন আর্মস কন্ট্রোল সাব কমিটির চেয়ারম্যান ছিলেন এই সেনেটর ল্যারি প্রেসলার। তার আশঙ্কা পাকিস্তানের পরমাণু অস্ত্র আমেরিকার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি জেনারেল কিংবা কর্নেলদের কাছ থেকে উপযুক্ত অর্থের বিনিময়ে এসব অস্ত্র যে কেউ নিতে নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও বলেন, পাকিস্তানে এসব অস্ত্র পাঠিয়ে দেওয়া কোনও ব্যাপার নয়। ঠিক যেমন মাত্র ২০-৩০ জন মিলে এক একটা সাধারণ অপারেশনে আমেরিকাকে তছনছ করে দেওয়া হয়েছিল ৯/১১-য়। তার দাবি পাকিস্তানের পরমাণু বোমার কোনও নিয়ন্ত্রণ নেই। সেগুলো চুরিও হয়, বিক্রিও হয়। যে কোনও সময় সেসব অস্ত্র পাকিস্তানের বাইরে চলে যেতে পারে। তাই তার মতে, পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা।আগেই এক প্রতিবেদনে জানা গিয়েছিল, পাকিস্তানের নয়টি গোপন জায়গায় লুকনো আছে পরমাণু অস্ত্র। আর এসব জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান জুড়ে মোট নয়টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার।