News71.com
 International
 26 Oct 17, 11:03 AM
 253           
 0
 26 Oct 17, 11:03 AM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্খান ৯০তম।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্খান ৯০তম।

নিউজ ডেস্কঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের।বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল ৯৪টি দেশের ম্যধ্যে এ তালিকা তৈরি করেছে যাতে বাংলাদেশের অবস্থান রয়েছে ৯০তম। ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক ২০১৭’ থেকে এ তথ্য জানা গেছে।দ্বিতীয় শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে জার্মানি। তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্যের পাসপোর্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া ও পর্তুগালের পাসপোর্ট আছে পরের অবস্থানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও কানাডা। অন্যদিকে কম শক্তিশালী পাসপোর্টের তালিকায় আফগানিস্তানের পরে আছে ইরাক, পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া ও ইয়েমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন