
নিউজ ডেস্কঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের।বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল ৯৪টি দেশের ম্যধ্যে এ তালিকা তৈরি করেছে যাতে বাংলাদেশের অবস্থান রয়েছে ৯০তম। ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক ২০১৭’ থেকে এ তথ্য জানা গেছে।দ্বিতীয় শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে জার্মানি। তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্যের পাসপোর্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া ও পর্তুগালের পাসপোর্ট আছে পরের অবস্থানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও কানাডা। অন্যদিকে কম শক্তিশালী পাসপোর্টের তালিকায় আফগানিস্তানের পরে আছে ইরাক, পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া ও ইয়েমেন।