News71.com
 International
 26 Oct 17, 11:01 AM
 249           
 0
 26 Oct 17, 11:01 AM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত।

নিউজ ডেস্কঃ সৌদি আরবের খামিজ মোশায়েত নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন-লিটন মিয়া (৫০) ও রেকন আহমদ চৌধুরী (২৪)।জানা গেছে, স্থানীয় সময় আজ বুধবার সৌদির খামিজ মোশায়েত থেকে তাসলিছ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির স্টিলের খুঁটির সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লিটন মিয়ার বাড়ি কুমিল্লা সদর উপজেলার ৫নং পাচঁথুবী ইউনিয়নের মিরপুর গ্রামে। তার পিতার নাম ইদ্রিস মিয়া। আর রেকনের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে।নিহতদের মৃতদেহ স্থানীয় তাসলিছ থানার জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন