
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের প্রতিটি বড় বড় শহরে গরু মহিষের পেয়িং গেস্ট হোস্টেল’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের এক মন্ত্রী বলেছেন, গরু পুষে দুধ খাওয়ার পাশাপাশি মানুষকে গো-সেবার সুযোগ করে দিতে এই পরিকল্পনা।হরিয়ানার পশুপালন বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ ধানকার জানিয়েছেন, রাজ্যের প্রতিটি বড় বড় শহরে ৫০ থেকে একশ’ একর জমিতে এ ধরণের পেয়িং গেস্ট হোস্টেল তৈরি করা হবে। শহুরে মানুষজন পয়সা দিয়ে সেখানে তাদের গরু মহিষ রেখে পুষতে পারবেন।
তিনি আরো বলেন, প্রধানত শহুরে মানুষজনকে গরু পুষে খাঁটি দুধ খাওয়ার সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেওযা হয়েছে। পাশাপাশি, মন্ত্রী বলেন, যারা ধর্মীয় দায়িত্ববোধ থেকে গো-সেবা করতে চান, তারাও সেই সুবিধা পাবেন। গরু ও মহিষের হোস্টেল তৈরির এই পরিকল্পনা নিয়ে পাশাপাশি শুরু হয়েছে উপহাস। রাজ্যের বিরোধী আইএনএলডি নেতা অভয় চৌতালা বলেছেন, যে রাজ্যে মানুষের থাকার জায়গা নেই, সেখানে গরু ও মহিষের হোস্টেল বানানোর বিজেপির এই উদ্যোগ নেহাতই নিজের ঢোল পেটানো ছাড়া কিছুই নয় |